বল হাতে রাওয়ালপিন্ডি টেস্টের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে, সাদমান-মুমিনুলদের দৃঢ়তায় সেই হতাশা কাটিয়ে উঠছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম ইনিংসের পাকিস্তানের করা ৪৪৮ রান তাড়ায় নেমে স্বস্তিতে সফরকারীরা। তৃতীয় দিনের শেষে মুশফিক-লিটনের ব্যাটে ১৩২ রানে পিছিয়ে বাংলাদেশ।
মুশফিক-লিটনে স্বস্তির তৃতীয় দিন
মুশফিক-লিটনের ব্যাটে তৃতীয় দিনশেষে বাংলাদেশের ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে। এখনো পিছিয়ে ১৩২ রানে। তবে ক্রিজে সেট হয়ে গেছেন দুই ব্যাটার মুশফিক ও লিটন দাস। তাদের ব্যাট আশা দেখাচ্ছে দলকে। এর আগে দারুণ ব্যাটিং করেন মুমিনুল হক ও ওপেনার সাদমান ইসলাম। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন সাদমান, আর মুমিনুল তুলে নেন দারুণ এক ফিফটি।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন সাদমান
ওপেনিংয়ে নেমে রাওয়ালপিন্ডিতে আশার প্রদীপ হয়ে জ্বলছিলেন সাদমান ইসলাম। শুরুর ধাক্কা সামলে দলকে তিনি নিয়ে যান শক্ত অবস্থানে। সেই সঙ্গে নিজেও ছুটছিলেন সেঞ্চুরির পথে। কিন্তু নার্ভাস নাইনটির ঘরে থামতে হলো তাকে। সেঞ্চুরির আক্ষেপ নিয়েই সাজঘরে ফিরেছেন বাংলাদেশি ওপেনার। দলীয় ১৯৯ রানের মাথায় সাদমানকে ফিরিয়েছেন মোহাম্মদ আলি। ৯৩ রানে তাকে বোল্ড করেন আলি। উইকেটে থেকে ১৮৩ বলে হাঁকিয়েছেন ১২ বাউন্ডারি। সাদমানের বিদায়ের পরপর চা বিরতিতে যায় বাংলাদেশ।