‘মানুষ মানুষের জন্য’ মন্ত্রে শিক্ষা দিতে দুই মাসের শিশু মুগ্ধকে কোলে নিয়ে তার হাত দিয়ে ত্রাণ তহবিলে টাকা জমা দেন মা। ১০ বছর বয়সী ইহানও ছোট্ট ব্যাংক নিয়ে বাবা-মায়ের সঙ্গে এসেছিল টাকা জমা দিতে। বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে এসেছিলেন দিনমজুর-রিকশাচালকও। আর বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান, নানা বয়সী কর্মজীবী, শিক্ষার্থীরা তো আছেনই। তারা সবাই শুধু টাকা নয়, বস্তায় বস্তায় জমা দেন শুকনো খাবার, ওষুধ, স্যালাইন, টিস্যু, স্যানিটারি ন্যাপকিন, ডায়াপার, মোমবাতি, দেয়াশলাই, পানিসহ প্রয়োজনীয় সামগ্রী। সব মিলিয়ে দুর্যোগ ঘিরে একতাবদ্ধ যেন বাংলাদেশ।
ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পানি থৈ থৈ। পানির তোড়ে ভেসে গেছে বাড়িঘর। আশ্রয়কেন্দ্রে এখনও অনেকে পৌঁছাতে পারেনি। যারা পৌঁছেছেন, তারা এখনও খাবার, পানি, ওষুধ, পোশাকের সমস্যায় ভুগছেন। তাদের মানবেতর জীবনের সঙ্গী কোথাও কোথাও গবাদি পশুরাও। তাদের পাশে দাঁড়াতে শুরু করেছেন মানুষ। রাজু ভাস্কর্যের পাদদেশে আজ শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে শিল্পিদের পরিবেশনায় শুরু হয় জরুরি সংযোগ কনসার্ট। বন্যার্তদের সাহায্যের জন্য বিনা পারিশ্রমিকে গান করেন তারা। তারই পাশে মানুষের ঢল নামে ত্রাণ জমা দিতে। এলাকায় শৃঙ্খল বজায় রাখতে একটু পরপর মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, ‘চলাচলের রাস্তায় ভিড় করবেন না, শৃঙ্খলা বজায় রাখুন।’
দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতিতে গত বুধবার গণত্রাণ কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত চলেছে এই কার্যক্রম। আজও সকাল থেকে শুরু হয়। বিকেল ৫টার সময় ফেসবুকে নিজের আইডিতে করা এক পোস্টে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানান, টিএসসি গণত্রাণ কর্মসূচি থেকে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ৩৯ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে।
যদিও পরে এই সময় আরও বাড়তে পারে বলে জানা গেছে। তবে তা অফিসিয়ালি ক্রস চেক করা সম্ভব হয়নি। ত্রাণ সংগ্রহের কাজের ব্যস্ত এক স্বেচ্ছাসেবক জানান, টিএসসিতে প্রবেশপথের পাশে গণ ত্রাণ সংগ্রহ বুথ বসানো হয়েছে। সেখানে তালিকাভুক্ত করে ত্রাণ রাখা হচ্ছে টিএসসির ভেতরে। সেখানে চলছে প্যাকেজিং করে সাজিয়ে রাখার কাজ। এভাবে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেবেন তারা।
অপর স্বেচ্ছাসেবক হাসিব ত্রাণদাতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় বেশি পরিমাণে লাইফ জ্যাকেট প্রয়োজন। দরকার বেশি বেশি শুকনো খাবারও।
দুই মাসের শিশু মুগ্ধকে কোলে নিয়ে এসেছিলেন মা। শিশুটি কিছুই বোঝে না এখন। তবে ‘মানুষ মানুষের জন্য’ শিক্ষা দিতে মুগ্ধর হাত দিয়ে টাকা ত্রাণ তহবিলে জমা দেন মুগ্ধর মা। নাম জিজ্ঞেস করতেই বলেন, কাকতালীয় হলেও কোটাবিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধর নামে ছেলেটির নাম। তাই তিনি চান, বড় হয়ে মুগ্ধর মতোই মানবিক হয়ে মুগ্ধতা ছড়াক তার কোলের শিশুটি।
একদিনের বেতনের টাকা এরইমধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবির সদস্যরা। অনেক প্রতিষ্ঠান এরইমধ্যে নিয়েছে নানা প্রস্তুতি।
আনায়া, মুগ্ধ, ইহানের অভিভাবকদের মতো আরও অনেকের মন্তব্যে একইকথা বারবার উচ্চারিত হয়েছে—বহু বছর পর একটি দুর্যোগকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের আত্মার টান বিনে সুতোয় গাঁথা, তা আবারও প্রমাণিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন দৃশ্য বহুকাল দেখেননি তারা।