কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের মুরালী পাড়ায় টানাবর্ষণ ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছে কাপ্তাই থানা পুলিশ।
আজ শুক্রবার (২৩ আগষ্ট) কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম উপস্থিত থেকে মুরালী পাড়া আশ্রয় কেন্দ্রে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়।
এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত কয়েকদিনের টানা বর্ষণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়ে ওয়াগ্গা মুরালী পাড়া আশ্রয় কেন্দ্রে অন্তত ১২টি পারিবারের ৫৩ জন সদস্য আশ্রয় গ্রহন করেছে।