দিনের শুরুতেই জাকিরের উইকেট হারাল বাংলাদেশ

দ্বিতীয় দিনশেষে দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসানের ব্যাটিং আশা দেখাচ্ছিল বাংলাদেশকে। তবে, জুটি বড় করতে পারেননি এই দুই ব্যাটার। তৃতীয় দিনের শুরুতেই সাজঘরে ফেরেন জাকির। আউটের আগে এই বাঁহাতি ব্যাটার করেছেন ৫৮ বলে ১২ রান।

আজ শুক্রবার (২৩ আগস্ট) সকালে মাঠে নেমে দিনের চতুর্থ ওভারে দলীয় ৩১ রানের মাথায় নাসিম শাহ এর লেন্থ বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে রিজওয়ানের হাতে ধরা পড়েন জাকির। দারুণ এক ক্যাচে এই বাঁহাতি ব্যাটারকে সাজঘরে ফেরার রিজওয়ান।

এর আগে, টেস্টে বল হাতে শুরুটা দারুণ হলেও শেষটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রানে ৩ উইকেট নিলেও কম রানে থামাতে পারেনি পাকিস্তানকে। মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা। দলকে ম‍্যাচে রাখতে এবার লড়াইয়ের দায়িত্ব ব‍্যাটসম‍্যানদের কাঁধে। শেষ বেলায় কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ২৭ রান তুলেছিল চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তৃতীয় দিনে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে একই রকম কঠিন চ‍্যালেঞ্জ।