বর্তমানে চবিতে “সাদাদল” বলে কোন মূর্ছা সক্রিয় নাই বলে দাবি করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চবি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন দেওয়ার বিষয়ের সাথে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকসমাজের কোন সম্পর্ক নাই।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও সাধারণ সম্পাদক প্রফেসর এস.এম. নছরুল কদির স্বাক্ষরিত এক প্রেসনোটে জানানো হয়েছে
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিগত ২১শে আগষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক তথাকথিত “স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয়তাবাদ আদর্শে উজ্জীবিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ (সাদাদল)” এর নাম ব্যবহার করে জনৈক জামায়াতপন্থী শিক্ষককে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন দেওয়ার দাবী সম্বলিত একটি প্রেসনোট প্রচার করে আসছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্তবিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, আমাদের অবস্থান পরিস্কার করা জরুরি মনে করছি। বস্তুত বিগত একদশকের অধিক সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে “সাদাদল” বলে কোন মূর্ছা সক্রিয় নাই। মতাদর্শগত কারনে জামাত সমর্থিত শিক্ষকদের থেকে আলাদা হয়ে জাতীয়তাবাদ আর্দশের শিক্ষকেরা ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ নামক ব্যানারে ঐক্যবদ্ধ এবং সক্রিয়।
তাই তথাকথিত “সাদাদল” এর বর্তমান কার্যক্রমের সাথে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকসমাজের কোন সম্পর্ক নাই।