হাথুরুসিংহের চাকরি থাকছে কি না জানালেন বিসিবিপ্রধান

বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে আলোচিত কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শুধু আলোচিত বললে ভুল হবে, চরম সমালোচিত কোচও তিনি। সেই কোচকেই দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে এনেছেন সদ্য সাবেক হওয়া বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। তবে, সভাপতির বদল হওয়ায় তার চাকরি যে ঝুলে যাচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। এখন বড় প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসেবে আর কতদিন দেখা যাবে হাথুরুসিংহেকে?

আজ বুধবার (২১ আগস্ট) বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারুক আহমেদ। যিনি শুরু থেকেই হাথরুসিংহের বিভিন্ন অনিয়ম নিয়ে কথা বলতেন। এমনকি এই কোচের বিদায়ও চাইতেন।

সেই কোচকে নিজের মেয়াদে কোচিং প্যানেলের হেড করে রাখবেন কি ফারুক আহমেদ? উত্তরটা সরাসরি ‘না’ বললেও ঘুরেফিরে নিজের অবস্থান যে আগের মতোই আছে সেটাই নিশ্চিত করলেন সাবেক এই ক্রিকেটার।

বাংলাদেশ কোচের ভবিষ্যৎ নিয়ে নতুন সভাপতি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের চুক্তি কতদিন আমি আসলে জানি না। তবে আমি আমার আগের অবস্থানেই আছি (হাথুরুর বিদায় চান)। এখন যেহেতু আমি দায়িত্ব পেয়েছি। এখন আমি বিকল্প খুঁজব, তার চাইতে বেটার কাউকে পাই কি না, কাছাকাছি মানের কাউকে পাওয়া যায় কি না এসব দেখব। এরপর বাকিদের সাথে আলাপ করব, সিইও আছেন, আগে যারা কাজ করেছেন তাদের সাথে কথা বলে নেব। তারপরও বলব, আসলে আমি ওই অবস্থান থেকে সরিনি এখনও।’

এদিকে নিজের ভবিষ্যৎ নিয়ে এই লঙ্কান কোচ বলেছেন, ‘আমার কোনো ধারণা নেই বাংলাদেশে (ক্রিকেট বোর্ডে) কী চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যত দিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।’

এদিকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। তার মেয়াদ আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এবার চুক্তির মেয়াদ চুকিয়ে তাকে বিসিবি বিদায় দেবে কি না সেটাই দেখার অপেক্ষা!