বান্দরবানে জুম থেকে বাড়ী ফেরার পথে ঝিড়িতে পড়ে ইন্দ্রলাল চাকমা (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০আগস্ট) জেলার সদরের মেঘলা তালুকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মত সোমবার সকালে ইন্দ্রলাল চাকমা জুমে কাজ করতে যায়। পরে কাজ শেষে বিকালে বাড়ি ফেরার পথে প্রচন্ড বৃষ্টিতে ঝিড়িতে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ইন্দ্রলাল।
পরদিন স্বজনরা তাকে খোঁজতে গিয়ে ঝিড়িতে তার লাশ পড়ে থাকতে দেখতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, ঝিড়িতে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।