বান্দরবানে ভোক্তাদের জিম্মি করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা ভেঙে দিয়েছে প্রশাসন। গোপনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা হাতিয়ে নেয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা শহরের বনরূপা এলাকায় অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূঁইয়া।

এসময় অহি এন্টারপ্রাইজ ও নুর জাহান এন্টারপ্রাইজের মালিক মাহাবুবের গুদাম থেকে ১৬টি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। কৃত্রিম সংকট তৈরি করে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করায় ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত মূল্যে তাৎক্ষনিক এলাকার বাসিন্দাদের মাঝে বিক্রি করে দেয়া হয়।
এ বিষয়ে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সালেহ মো. আরমান ভূঁইয়া জানান, বেশ কিছুদিন বান্দরবানে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাসের দাম বৃদ্ধি করে ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের একটি চক্র শহরের বনরূপা এলাকায় অবৈধভাবে গ্যাস মজুত করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় এবং অবৈধভাবে মজুত করে রাখা বেশ কিছু গ্যাস সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি মাহাবুব নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে সিন্ডিকেট করে জনভোগান্তি সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। বান্দরবানে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানান এই ম্যাজিস্ট্রেট।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করায় সাধারণ ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরে এলেও, বাজারে গ্যাসের অস্থিরতা নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির দাবি জানান স্থানীয়রা।












