কক্সবাজারে সাত করোনা রোগী শনাক্ত

কক্সবাজার অফিস::কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে একদিনে সাত করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ও বিকেল দুই শিফটে ১০১ জনের নমুনার মধ্যে সাতজনের করোনা পজেটিভ আসে।

সাতজনের মধ্যে মহেশখালীর পাঁচজন, কক্সবাজার সদরের দক্ষিণ রুমালিয়াছরার একজন ও টেকনাফের একজন রয়েছেন। এরাসহ কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৪ জন। তবে এদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া জানান, শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে দুই দফায় ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে সকালের শিফটে দুইজন এবং বিকেলের শিফটে ৫ জনের পজেটিভ পাওয়া যায়।

গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৭১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১৪ জনের পজেটিভ রিপোর্ট আসে। তাদের মধ্যে কক্সবাজারের প্রথম করোনা রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়াও আক্রান্তদের মধ্যে টেকনাফের তিনজন, মহেশখালীর ৮ জন, কক্সবাজার সদরের দুইজন রয়েছেন।