সারাদেশের ন্যায় কক্সবাজারেও পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্টা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রোগিদের মাঝে খাবার ও ঔষুধ বিতরণ করা হয়।
গতকাল সোমবার (১৯ আগষ্ট) বিকেলে কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ ও সদস্য সচিব মোহাম্মদ সরওয়ার রোমনের নেতৃত্বে খাবার এবং ঔষুধ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক আবছার কামাল, রাশেদুল হক রাশেদ, আবদুর রহিম, ওবাইদুল হক মুন্না, রিজবী খান, আকতার নুর, রফিকুল ইসলাম অপি, আবদুল্লাহ, আবদুল্লাহ আল আমিন (দপ্তর দায়িত্বে), জাফর আলম (সহ দপ্তরের দায়িত্বে), সিনিয়র সদস্য নাছির উদ্দিন বাচ্চু, সদস্য কাউছার খান, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সেলিম, সিহাব আহমেদ, আসাদ পারভেস, সাইদুর রহমান, মুজিবুর রহমান, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান সিকদার, সদস্য সচিব মোহাম্মদ ফারুক, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ফরিদ উদ্দিন লিটন, সদস্য সচিব ফজলুল, সদর উপজেলার সাবেক আহ্বায়ক শাহাব উদ্দিন প্রমুখ।