আজকের দিনে ইতিহাসের ঘটনা

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজ ১৯ আগস্ট ২০২৪, সোমবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৭৫৭ – কলকাতার পুরনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেন।
১৯১৬ – রুমানিয়া মিত্রশক্তিদের সঙ্গে মৈত্রীচুক্তি স্বাক্ষর করে এবং পুরস্কারস্বরূপ তাকে বুকোভিনা, ত্রান্সিলভানিয়া এবং বানাত দেওয়ার কথা বলা হয়।
১৯৩৯ – কলকাতায় মহাজাতি সদনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
১৯৪০ – সোমালিল্যান্ড থেকে ব্রিটিশ সেনাবাহিনীকে বিতাড়িত করা হয়।
১৯৪৪ – প্যারিসে সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়।
১৯৯১ – গানাদি ইয়ানাউফের নেতৃত্বে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী সর্ব শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্ভাচেভের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়।

জন্ম:
১৬৩১ – ইংরেজ কবি জন ড্রাইডেন।
১৯৩৫ – সাহিত্যিক-চলচ্চিত্রকার জহির রায়হান।
১৮৭১ – বিমানের নকশা উদ্ভাবনকারী রাইট ভ্রাতৃদ্বয়ের অরভিল রাইট।
১৯৪৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম রাষ্ট্রপতি উইলিয়াম জেফারসন ক্লিনটন।
১৯৬৯ – মার্কিন অভিনেত ম্যাথু পেরি।
১৯৯৬ – এ আর ফারুক, লেখক, সাংবাদিক।
১৯৭৩ – কার্ল বাফিন, নিউজিল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

মৃত্যু:
১৯৩৬ – স্পেনীয় কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকা।
১৯৯৩ – খ্যাতনামা অভিনেতা ও নাট্যকার উৎপল দত্ত।
১৯৯৪ – বিশ্ববিখ্যাত মার্কিন রসায়নবিদ লিনাস পাউলিং।
২০০৩ – সেরগিও ভিয়েরা দ মেলো ব্রাজিলের জাতিসংঘের কূটনীতিক ও মানবিক কর্মী।
২০১২ – ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক টনি স্কট।
২০১৩ – বাংলাদেশের প্রসিদ্ধ লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতী।
২০২১ – হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর ও দেওবন্দি ইসলামি পণ্ডিত জুনায়েদ বাবুনগরী।