রাঙামাটি কাপ্তাই উপজেলার ঘাগড়া-বরইছড়ি সড়কের কুকিমারা এলাকায় সড়কধসে যান চলাচল বন্ধ হয়েছে।
আজ রবিবার (১৮ আগস্ট) সকালে এই ঘটনা ঘটেছে।
রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃষ্টিতে সড়কের মাটি ক্ষয় হওয়ার কারনে রাঙামাটি কাপ্তাইয়ের ঘাগড়া-বরইছড়ি সড়কের কুকিমারা এলাকায় সড়কে ধসে গিয়েছে। এতে সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সড়ক মেরামতের কাজ চলতেছে।