শুভ জন্মদিন নাট্যকার সেলিম আলী দীন

ঐতিহ্যবাহী বাংলা নাটকের রচনারীতি ও পরিবেশনা শৈলীর নতুন রূপকার নাট্যকার সেলিম আল দীনের আজ জন্মদিন।

১৯৪৯ সালের এই দিনে এ নাট্যব্যক্তিত্ব ফেনীর সেনেরখিলে জন্মগ্রহণ করেন।

আজকের এই দিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।