রাউজানে ভ্রাম্যমান আদালতে, জরিমানা আদায়

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম ) প্রতিনিধিঃ সরকারী নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খোলা রাখায় ১৪টি ব্যবসা প্রতিষ্টান থেকে ১৭ হাজার ৫শত টাকা তিনটি সিএনজি অটোরিক্সা ওেথকে ১ হাজার ৫শত টাকা সহ ১৯ হাজার টাকা জরিমানা আদায় করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ । করোনা ভাইরাস মোকাবেলা ও প্রতিরোধে সরকারী নির্দেশ কাপাড়ের দোকান, জুতার দোকান, রড সিমেন্টের দোকান, টেইলার্স বন্দ্ব রাখা । সরকারী এই নির্দেশকে অমান্য করে রাউজান ফকির হাট, বাজার ও জলিল নগর বাস ষ্টেশনে কাপড়ের দোকান, জুতার দোকান, রড সিমেন্টের দোকান, হার্ডওয়ার সামগ্রীর দোকান টেইলার্স খেলা রেখে ব্যবসাযীরা ব্যবসা করায় ব্যবসা প্রতিষ্টানে ক্রেতারা এসে ভীড় করায় জনসমাগম সৃষ্টি হয় । গতকাল ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে রাউজান ফকির হাট বাজারে ও জলিল নগর বাস ষ্টেশনে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে অভযাণ পরিচালনা করেন । অভিযাণ চলাকালে ১৪টি ব্যবসা প্রতিষ্টান থেকে ১৭ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয় । অভিযাণ চলাকালে সিএনজি অটোরিক্সায় সামাজিক দুরত্ব বজায় না রেখে পেছনের সিটে ও চালকের পাশে গাদাগাদী করে যাত্রী পরিবহন করার অপরাধে তিনটি সিএনজি অটোরিক্সার চালখ থেকে ১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করে রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহিী ম্যজিষ্ট্রেট জোনায়েদ কবির সোহাগ ।