বাংলাদেশের চলমান পরিস্থিতি অনেকটাই অস্থির। দেশে রাজনৈতিক একটি পরিবর্তন ঘটেছে। পরিস্থিতি সামালে সরকারের দায়িত্ব গ্রহণ করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। যে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা হিসেবে তার অন্যতম বড় চ্যালেঞ্জ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব যেন বাংলাদেশে থাকে। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দশ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা। তবে, চলমান পরিস্থিতিতে অনেকেই শঙ্কা প্রকাশ করছেন সেটি নিয়ে।
আসিফ মাহমুদ অবশ্য আজ শনিবার (১০ আগস্ট) একটি জাতীয় দৈনিককে জানান, ইতোমধ্যে এটি নিয়ে তৎপরতা শুরু করেছেন তারা। শুনিয়েছেন আশার কথা। তার মতে, বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না।
নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি তৎপরতা শুরু করেছি। আশা করি, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় এমন কিছু ঘটলে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে। আমাদের সৌভাগ্য, ইউনূস স্যার আছেন সঙ্গে। তাঁর সঙ্গে কথা বলে আশা করি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারব। এটা আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করব।’