বিভিন্নস্থানে খাদ্য সহায়তা

বোয়ালখালীতে পুষ্টি সপ্তাহে খাদ্য সহায়তা দিলেন ডা.জিল্লুর

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে চাউল ও অসহায় ৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জিল্লুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা.জিল্লুর রহমান জানান, উপজেলার ১০টি এতিমখানায় ১শত কেজি করে চাউল দেওয়া হয়েছে। এছাড়া ৫০টি অসহায় পরিবারকে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ২ কেজি ছোলা, ১ লিটার তৈল, এবং ১কেজি করে লবণ বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সহায়তা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম. সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারহানা কাদেরী।