নৌকা ও ধানের শীষ স্লোগানে মুখরিত রাউজান

রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রাম- ৬ রাউজান আসন থেকে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর ও বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদারের নির্বাচনী প্রচলনায় এলাকা মুখরিত হয়ে উঠেছে । মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী ১৪ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে সারা দিন রাউজানের চিকদাইর ইউনিয়নের দক্ষিন সর্তা, চিকদাইর, হক বাজার, চিকদাইর পাঠান পাড়া, রাউজানের উত্তর গুজরা, মোহাম্মদপুর এলাকায় নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচারনা চালায় । মহাজোটের প্রার্থী এব এম ফজলে করিম চৌধুরীর নির্বাচনী প্রচারনায় ১৪ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে সারা দিন এবি এম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা, হলদিয়া, গর্জনিয়া, এয়াসিন নগরম জানিপাথর, ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া, বাইন্যার হাট, রামনাথ পাড়া, পুর্ব ডাবুয়া, হাসান খীল এলাকায় নৌকা প্রতিকের পক্ষে প্রচরানা চালায় । মহাােজাটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী নির্বাচনী প্রচারনা চলাকালে কয়েকটি পথ সভায় বক্তব্য প্রদান করেন । আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে নৌকা প্রিিতকে ভোট দিয়ে দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখা সুশাসন নিশ্চিত করার জন্য এলাকার সাধারন মানুষের কাছে আহবান জানান । গণসংযোগ ও পথসভায় মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর পুত্র তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী তার পিতা এবি এম ফজলে করিম চৌধুরীকে নৌকা প্রতিকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য এলাকার মানুষের প্রতি আহবান জানান । রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সাধারন সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোজ্জাফর আহম্মদ, চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, বিএম জসিম উদ্দিন হিরু, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন ।

বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার গত ১৩ ডিসেম্বর বিকালে রাউজানের মুন্সিরঘাটা, ফবির হাট, সুলতানপুর এলাকায় ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে গনসংযোগ করেন । ১৪ ডিসেম্বর শুক্রবার বিকালে রাউজানের মোহাম্মদপুর এলাকায় গনসংযোগ করে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার। বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার মোহাম্মদপুর এলাকায় গনসংযোগ করার সময়ে তার আত্বিয় রাউজানের মোহাম্মদপুর মোয়াজ্জেম বাড়ীর মরহুম হাফিজুর রহমান বি,্এ, বি,টির বাড়ীর মেজবান অনুষ্টানে গিয়ে মেজবান খাওয়ার সময়ে মহাজোটের প্রার্থী এবি ফজলে করিম চৌধুরী ও তার পুত্র ফারাজ করিম চৌধুরী দলীয় নেতা কর্মীদের নিয়ে মেজবান অনুষ্টানে উপস্থিত হয় । বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার খাওয়ার টেবিল থেকে মেজবান খেয়ে উঠে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরীর সাথে কোলাকোলী করে একে অপরকে জড়িয়ে ধরে । বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদারের গনসংযোগ চলাকালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এডভোকেট রফিকুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ন সম্পাদক এইচ এম নুরুল হুদা, বিএনপি নেতা জিয়াউদ্দিন, বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদারের পুত্র সাদমান সিকদার, ভাগ্নে আকিব সিকদার । রাউজানের মোহাম্মদপুর এলাকায় সামাজিক অনুষ্টানে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী ্ও বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার একসাথে একে অপরের সাথে কোলাকোলী করার সময়ে মহাজোটের প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী বলেন রাউজানে সুষ্ট শান্তিপুর্ণ পরিবেশে চলছে নির্বাচনী প্রচারনা । বিএনপির প্রার্থী জসিম উদ্দিন সিকদার বলেন, রাউজানে সুষ্ট ও শান্তিপুর্ণ পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্টানের মাধ্যমে রাউজানের সুনামকে অক্ষুন্ন রাখতে চাই।