টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথে রইলো বাংলাদেশ

নেদারল্যান্ডসের ২৫ রানে হারিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথে রইলো বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৫৯ রান করার পর ডাচদের ১৩৪ রানে থামিয়ে দিলো টাইগাররা। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া জোড়া শিকার তাসকিন আহমেদের।

আবার শিকার রিশাদের

আগের ওভারে ৩ বলে ২ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। পরের ওভারের প্রথম বলেও পেলেন উইকেটের দেখা। এবার তার শিকার হয়ে ফিরলেন ভ্যান ভিক।

ডাচ অধিনায়ককে ফেরালেন মোস্তাফিজুর

অন্যপাশে দ্রুত উইকেট হারালেও একপ্রান্ত আগলে ছিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এবার তাকে ফেরালেন মোস্তাফিজুর রহমান।

রিশাদের জোড়া শিকার

৩ বলের মধ্যে ২ উইকেট নিলেন রিশাদ হোসেন। এঙ্গেলব্রেটকে ফেরানোর এক বল পর বাস ডি লিডকেও ফিরিয়ে দিলেন তিনি।

রিশাদের প্রথম শিকার, ফিরলেন এঙ্গেলব্রেট

উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন ডাচ ব্যাটার এঙ্গেলব্রেট। তাকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন রিশাদ হোসেন। ২২ বলে ৩৩ রান করেন তিনি।