কালবৈশাখীর তাণ্ডব: রাউজানে তিনটি রাবার বাগানের গাছগাছালি তছনছ

শফিউল আলম,রাউজান ঃ গত ৪ মে শনিবার থেকে গত ৬ মে সোমবার পর্যন্ত সময়ে কাল বৈশাখীর তান্ডব চলাকালে প্রবল বর্ষন ও প্রচন্ড বাতাসে রাউজানের তিনটি রাবার বাগানের ব্যাপক ক্ষতি হয় ।

প্রচন্ড বাতাসে রাউজানের হলদিয়া রাবার বাগানের বিভিন্ন এলাকায় ১ হাজার ৫শত উৎপাদিন শীল রাবার গাছ, ১ হাজার রাবার গাছের চারা ভেঙ্গে যায় । রাউজানের ডাবুয়া রাবার বাগানের দেড় হাজার রাবার গাছ ভেঙ্গে পড়ে যায় । রাউজান রাবার বাগানের ২শত ৫০টি উৎপাদনশীল রাবার গাছ ভেঙ্গে যায়। কালবৈশাখীর তান্ডবে তিনটি রাবার বাগানের ভেঙ্গে পড়া রাবার গাছ ভেঙ্গে যাওয়ায় রাবার বাগানের মধ্যে দিয়ে নির্মান করা বিদ্যুৎ লাইনের তার ছিড়ে যায় কয়েকটি স্থানে। এতে বিদ্যুৎ সংযোগ বন্দ্ব হয়ে যায় । ভেঙ্গে পড়া রাবার গাছ পরিস্কার করে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে । রাউজানের হলদিয়া রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক বলেন, কাল বৈশাখীর তান্ডবে প্রচন্ড বাতাসে ২ হাজার ৫শত রাবার গাছ ভেঙ্গে যায় । রাউজান রাবার বাগানের ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, কালবৈশাখীর তান্ডবে প্রচন্ড বাতাসে রাউজান রাবার বাগানের ২শত ৫০টি রাবার গাছ ভেঙ্গে যায় । ক্ষতিগ্রস্থ রাবার বাগানের রাবার গাছ সরিয়ে নিয়ে বাগানের মধ্যে রাবার গাছ কেটে রাবারের খসঁ আহরন করছে শ্রমিকেরা । তিনটি রাবার বাগানের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করার কাজ চলছে বলে জানান সংলিষ্ট রাবার বাগান কতৃপক্ষ ।