রাউজান উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত

শফিউল আলম, রাউজান ঃ বাংলা নববর্ষকে স্বাগত্ব জানিয়ে রাউজান উপজেলা প্রশাসনের উদ্যেগে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয় । অনুষ্টানে আগত অতিথি সহ সকলকে তেলাপিয়া মাছ ভুনা, আলুবর্তা, সুটকির চাটনি দিয়ে পান্তাভাত আপ্যায়ন করা হয় । বাংলা নববর্ষকে স্বাাগত জানিয়ে গত ১৪ এপ্রিল সকালে মঙ্গল শোভাযাত্রা বের করেন । মঙ্গল শোভাযাত্রা শেষে রাউজান উপজেলা পরিষদ হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্টানে রঙ্গিলা মাঝিরে এই ঘাটেদি সাম্পান ভিড়াউ ও গান পরিবেশন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সহধর্মীনি চিনু প্রু মারমা । সাংস্কৃতিক অনুষ্টানে রাউজান শিল্পকলা একাডেমির শিল্পি সহ স্থানীয় শিল্পিরা গান ওনৃত্য পরিবেশন করেন। রাউজান উপজেলা নির্বাহী অফিসার অংগজ্যাই মারমার সভাপতিত্বে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদের সঞ্চলনায় অনুষ্টিত বাংলা নববর্ষের অনুষ্টানে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার ওসি জাহিদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস,উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্ল্রাহ ।