কৃষি জমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ জমির মালিকের

শফিউল আলম, রাউজানঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সুলতানপুর আদালত ভবন এলাকার পশ্চিম পাশ্বের কৃষি জমি গভীর ভাবে খনন করে জমির টপচয়েল কেটে নেওয়ার অভিযোগ করেন জমির মালিক আবু তৈয়ব বাবুল। আবু তৈয়ব বাবুল অভিযোগ করে বলেন, আমার বাড়ীর পেছনে আমার মালিকানাধীন ৪৪শতক ফসলী রয়েছে। ফসলী জমিতে ধান ক্ষেত ও সব্জি ক্ষেতের চাষাবাদ করা হতো । আমার ফসলী জমি থেকে গভীর ভাবে মাটি খনন করে প্রতিবেশী মোঃ আইয়ুব জমির মাটি নিয়ে গিয়ে তার বসতভিটা ভরাট করে। আমার জমির উপর দিয়ে জোরপুর্বক তার বসতভিটায় যাতায়াতের রাস্তা নির্মান করেন । আমার মালিকানাধীন ফসলী জমি আমার নামে নামজারী রয়েছে । প্রতিবেশী মোঃ আইয়ুব আমার মালিকানাধীন ফসলী জমি তার অংশ রয়েছে বলে দাবী করে আদালতে মামলা করেন। আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে । মামলার রায় দেয়নি আদালতের বিচারক । মামলা বিচারাধীন থাকাবস্থায় আমার মালিকানাধীন ফসলীজমির মাটি খনন করে নিয়ে আমার জমি জেরপুর্বক জবরদখল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী মোঃ আইয়ুব। এব্য্পারে আবু তৈয়ব বাবুল রাউজান থানায় মোঃ আইয়ুবের বিরুদ্বে অভিযোগ করার পর রাউজান থানা পুলিশ এসে সরেজমিনে দেখে মোঃ আইয়ুবকে মামলার রায় না পাওয়া পর্যন্ত জমি দখলও মাটি খনন করা থেকে বিরত থাকার নিদেৃশ দেয় বলে জমির মালিক আবু তৈয়ব বাবুল জানান । এ ব্যাপারে মোঃ আইযুবের কাছে জানতে চাইলে, মোঃ আইয়ুব বলেন, জমির মালিক আমি ঐজমি আমি ক্রয় করেছি । আমার জমি থেকে আমি মাটি খনন করেছি ।