ফটিকছড়ির বাগানবাজারে দুই গ্রুপে সংঘর্ষ আহত-২০

শওকত হোসেন করিম, ফটিকছড়ি :
ফটিকছড়ির বাগানে সাবেক চেয়ারম্যান মোঃ রুস্তম আলী ও বর্তমান চেয়ারম্যান মো: শাহাদাত হোসেন সাজুর কর্মী সমর্থকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের প্রায় ২০ জন আহত হয়। ঘটনার পর হতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনা স্থল সহ বাগান বাজারের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়ন রয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার বাগানবাজার ইউনিয়নে মাদার তলি, শিকদারখিল সহ কয়েক স্থানে দাওয়া পালটা দাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানা গেছে, কয়েকশ লোক বিকালে উত্তর ফটিকছড়ির সেলফি রোড় (কাজিরহাট-হেঁযাকো সড়ক) নাম স্থানে এসে মোহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে, কয়েকজনকে মারধর করে।
রুস্তম চেয়ারম্যান এর অনুসারী সুমন নামে এক ব্যক্তি বলেন, আমরা ঈদ আনন্দ র‍্যালি করছিলাম চেয়ারম্যান সাজুর অনুসারীরা আমাতের উপর হামলা করলে আমাদের আক্তার হোসেন, হাসান আলী, সুলতান, মোঃ সালাম,সোহেল রানা সহ ১০/১২ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ঘটনায় চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সাজু বলেন, ২ থেকে ৩ শত রোস্তম আলী চেয়ারম্যান এর কর্মী অলি এবং মোঃ সবুজের নেতৃত্ব দেশি অস্ত্র, শর্টগান নিয়ে মোহড়া দিয়ে সেলফি রোড় নামক সড়কে গিয়ে সাধারণ মানুষদের মারধর করে, মোবাইল কেড়ে, আমার বাড়িতে হামলা করে এই ঘটনায় সুজন সহ আমার কয়েকজন কর্মী আহত হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুই গ্রুপের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘটনার পর হতে পুলিশ মোতায়ন রয়েছে।