ভালোবাসি : আরিফ মোর্শেদ

ভালোবাসি ঃ
আরিফ মোর্শেদ


নারী-
তোমার সাথে আড়ি!
কথার জালের বাইরে চলে যাচ্ছি
যে জালে থাকলেও তোমার সাথে কথা হয় না!
সে জাল-এ রবি, গ্রামীণ, বাংলালিংক, এয়ারটেল থাকলেও
টেলিটকের মতো আমি থাকবো না।

চোখে চোখ পড়লেও তোমার মায়া হয় না
সে চোখে হরদম খেলছে অতিথি পাখি
যে মুখ কোনোদিন তোমার পছন্দ না-
সে মুখ ফ্যাঁকাসে হোক রয়েলবেঙ্গল টাইগারের থাবায়
যে কণ্ঠ শুনেও বিন্দুমাত্র ফিরে থাকাও না
সে সুর নিস্তব্ধ হোক কুরবানির তরবারির আঘাতে!
যে হৃদয়ে তুমি থাকতে চাও না
সে হৃদয় ক্ষতবিক্ষত হোক বনের রাজার নৃশংস আক্রমণে!
যে দেহ তোমার সুখ কাজে অক্ষম
সে দেহ খেলনা হোক কুৎসিত বানরের নখরে!
যে পা স্বপ্ন এঁকেছিল তোমার সাথে চলবে-
সে পা দিয়ে আমার কোন কাজ নেই
যে মগজ তোমার অভিনয় টের পায় না
সে মগজ হোক পিঁপড়ার খাবার!
তার চেয়ে ভালো-
মরে যাওয়া,
বেঁচে থাকলে শেষ নিঃশ্বাস চলে যাওয়ার পূর্বেও বলবো
-তোমাকেই ভালবাসি।