কক্সবাজার প্রতিনিধি। গরুর খামার করে স্বাবলম্বী হয়েছেন তরুণ এক উদ্যোক্ত। দৃঢ় মনোবল, শ্রম আর ইচ্ছা শক্তিই যে মানুষের ভাগ্যের পরির্বতন ঘটায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে বাদল নামের তরুণ এ যুবক। নিরলস প্রচেষ্টা ও মনোবল আজ তাকে সফলতার দ্বারে পৌঁছে দিয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে দরবেশ কাটা উত্তর পাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে আবু ওবাইদ বাদল। সংসারের অসচ্ছলতার কারণে রিক্সা চালিয়ে পরিবারের জীবন জীবিকা নির্বাহ করতো। আজ থেকে ৬ বছর পূর্বে ২০১২ সালে এলাকার জনপ্রতিনিধি সোলতান আহমদ ও জাকের হোসেন সার্বিক সহযোগীতা ও তার বন্ধুদের পরামর্শে ছোট পরিসরে গরুর খামার কারার পরিকল্পনা নেয়। মানুষের কাছ থেকে ৪৪ হাজার টাকা ধার নিয়ে গরু ক্রয় করে তার খামারীতে প্রথম বিনিয়োগ করেন। গরুর বাছুর কিনে তা দিয়ে শুরু করে জীবন যুদ্ধের পদযাত্রা। বছর খানেক পর ওই গরু ২ লাখ টাকা বিক্রি করে সফলতা পান বাদল। এরপর বাদলকে আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি। পরিবারে স্বচ্ছলতা পূরণের জন্য ক্ষুদ্র পরিসরে খামার করে সরকারী কোন ধরণের পৃষ্টপোষক ও প্রাণী সম্পদ বিভাগের সহযোগীতা ছাড়া আজ তা বাণিজ্যিক খামারে পরিণত হয়েছে। বর্তমানে ছোট-বড় মিলে ২৭টি গরু রয়েছে তার ডেইরী ফার্মে। যার আনুমানিক মূল্য প্রায় ১কোটি টাকা।