জনগণের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধে জয়ী হওয়া ছাড়া আমাদের বিকল্প কিছু নেই

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, বিএনপি নেতাকর্মীদের পাওয়ার বা হারানোর কিছু নেই। দীর্ঘ একযুগের ওপরে এই ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি, লড়াই করছি শুধুমাত্র জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা ক্ষমতায় যেতে চাই না, আমরা জনগণকে ক্ষমতায় নিতে চাই। আমরা ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। জনগণকে সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে এ সরকারকে আমরা পরাজিত করবো। এখন অপেক্ষা শুধু জয়ের।

তিনি আরোও বলেন, গত ১৫ বছর ধরে বিএনপিকে নির্মূলে সরকার অনেক ষড়যন্ত্র করেছিল। তবে সরকারের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। বরং বিএনপি আগের চেয়েও অনেক শক্তিশালী হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ ও প্রশাসনকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত প্রায় দেড় লাখ মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর পঞ্চাশ লাখেরও বেশি নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। তবে আমরা এগুলোতে অভ্যস্থ হয়ে গেছি। সুতারাং আমাদের আর জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। হামলা, মামলা, গ্রেফতার আমাদের এখন রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। এত হামলা-মামলা, এত গ্রেফতার-নির্যাতন, এত অত্যাচার, তারপরেও কি আমাদের নেতাকর্মীদের দমাতে পেরেছে? নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চারের পরিবর্তে উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করে। যতই অত্যাচারের মাত্রা বাড়ছে সরকার পতন আন্দোলন সফল করতে তারা ততবেশি বদ্ধ পরিকর হচ্ছে । ফলে এসব করে চলমান আন্দোলন বন্ধ করা যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার যে যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি এই যুদ্ধে জয়ী হওয়া ছাড়া আমাদের বিকল্প কিছু নেই।

আজ ০৪ এপ্রিল (বুধবার) গত ২৮ অক্টোবর ঢাকা সমাবেশে গ্রেফতার হয়ে কাশিমপুর কারাগারে কারা হেফাজতে মৃত্যুবরণকারী মোহরা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি গোলাপুর রহমান এর পরিবারের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঈদ উপহার ও ঈদের শুভেচ্ছ্ াপ্রদানকালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, চান্দগাঁও থানা বিএনপির আহবায়ক মোহাম্মদ আজম, ভারপ্রাপ্ত সদস্য সচিব গিয়াস উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, মহানগর যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবু বক্কর রাজু, বিএনপি নেতা মো. জাবেদ, মোহরা ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজিদ হাসান রনি, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নওশাদ আল জাসেদুর রহমান, মো. মিনহাজ উদ্দিন, জয়নাল আবেদীন, চান্দগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম জহির, হোসাইন মোহাম্মদ মাসুম, সাঈদ ইসলাম বাপ্পী, আলী আকবর মোল্লা, মো. সাইফুল, ছাত্রদল নেতা সাফায়েত হোসেন সোহান প্রমুখ।