সর্বজনীন পেনশন বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়িতে মতবিনিময় সভা

শওকত হোসেন করিম, ফটিকছড়ি :
ফটিকছড়ি উপজেলায় সর্বজনীন পেনশন স্কিম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহিদ শফিকূন নূর মওলা বীরপ্রতীক গন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৮ টি ইউনিয়ন মেম্বার ও সংরক্ষিত আসনের মেম্বার এবং দুই পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর উপস্থিত ছিলেন। সভায় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক ফটিকছড়ি শাখার কর্মকর্তা ও উপজেলা প্রশাসন এর কর্মকর্তা।
এ সভায় অর্থ বিভাগ এর আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর সার্বজনীন পেনশন স্কীম এর চারটি স্কিম প্রবাস, প্রগতি, সুরক্ষা, সমতা সম্পর্কে সবাইকে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
সকল মেম্বার, কাউন্সিলরবৃন্দ সার্বজনীন পেনশন স্কীম সর্ব সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিরা সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।