১মবারের মতো জলাবদ্ধতা নিয়ে কনভেনশন ৩১ জুলাই

নগরীতে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে এই প্রথমবারের মতো ৩১ জুলাই বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এর বঙ্গবন্ধু হলে কনভেনশন আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম নাগরিক ফোরাম এর আয়োজনে সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী প্রতিষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের কনভেনশন হবে । সিটি মেয়র এবং সিডিএ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন । এই কনভেনশনে জলাবদ্ধতা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অর্থের সদ্ব্যাবহার করে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্ময় সৃষ্টির মাধ্যমে মেগা প্রকল্প দ্রুত ও সুচারু ভাবে সম্পন্ন করার এবং একইসাথে পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় নাগরিকদের দায়িত্ব সচেতন করা ও আইন প্রয়োগ বিষয়ে তথ্যপূর্ণ ও অর্থপূর্ণ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এর আলোকে মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের নিকট সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হবে । কনভেনশন এ অংশ নিতে ইচ্ছুকদের নির্ধারিত সময়ে প্রেস ক্লাবে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন।