শওকত হোসেন করিম,ফটিকছড়ি :
ফটিকছড়ির সাংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বেকার যুবকদের কর্মসংস্থানে নিরলসভাবে কাজ করছে। বেকার যুবকদের চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে খামার-শিল্প গড়ে স্বাবলম্বী হতে হবে। এ লক্ষে সরকার সহজ শর্তে ও জামানত বিহীন ঋণ সুবিধা দিচ্ছে। দেশের ক্রমবর্ধমান প্রাণিজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে গবাদিপশু ও হাঁস-মুরগির টেকসই জাত উন্নয়ন এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার সরকার।
তিনি বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় আয়োজিত ডেইরী ফার্মে দুগ্ধ মেশিন বিতরণ, ভ্রাম্যমান দুধ ও ডিম বিক্রয় উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সুছয়ন চৌধুরী, প্রাণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা: নাজিম উদ্দীন,
ডা: সুমন পাল, উপসকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বাবু রুবেল বড়ুয়া প্রমূখ।