উইকেটের খোঁজে বাংলাদেশ

৫৭ রানে ৫ উইকেট তোলার পর এখনও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। ধনঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ম্যাচে নিয়ন্ত্রন নিয়ে নিচ্ছে শ্রীলঙ্কা। তার দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেছেন দেড়শ রানের বেশি। ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ২০২ রান।

১০০ রানের জুটি গড়লেন ধনঞ্জয়া আর কামিন্দু

ধনঞ্জয়া ডি সিলভা আর কামিন্দু মেন্ডিসের জুটি ১০০ রান পার হয়েছে। দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। ব্রেক থ্রু খুঁজছেন বাংলাদেশি বোলাররা।

ধাক্কা সামলাচ্ছেন কামিন্দু আর ধনাঞ্জয়া

৫৭ রানে ৫ উইকেট হারানোর পর কামিন্দু মেন্ডিসকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলান শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। দুজনের জুটিতে চাপ সামলিয়ে এখন এগোচ্ছে লঙ্কানরা। ইতিমধ্যে ৫৬ রানের জুটি গড়েন তারা।

এগিয়ে থেকে লাঞ্চে গেলো বাংলাদেশ

টস জিতে বোলিং নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে দেরী করেননি টাইগার বোলাররা। লাঞ্চের আগেই শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটারকে ফেরত পাঠান তারা।

এর মধ্যে খালেদ আহমেদ ৩টি আর শরিফুল নেন ৪ উইকেট। বাকি ১টি হয়েছে রানআউট। সবমিলিয়ে এগিয়ে থেকেই লাঞ্চে গেলো বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ৯২ রান।

খালেদের তোপে দিশেহারা শ্রীলঙ্কা

টস জিতে বোলিংয়ে খালেদ আহমেদের বোলিংয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ৫৭ রানেই ৫ শ্রীলঙ্কার উইকেট তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এর মধ্যে একাই ৩ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। বাকি ১টি শিকার আরেক পেসার শরিফুল ইসলামের।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক নাহিদ রানার

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এ ম্যাচে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার।

বাংলাদেশ দল: মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, নিশান ফার্নান্ডো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়সুরিয়া, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিতা, লাহিরু কুমারা।