চসিক সংবাদ

বুধবার চট্টগ্রামে আসছেন সিটি মেয়র
সপরিবারে দেশে ফিরলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। তিনি আজ মঙ্গলবার বিকেলে ঢাকা হযরত শাহ জালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন। আগামীকাল বুধবার সকালে সপরিবার নিয়ে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন হযরত শাহ আমানত (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন । ২৯ জুন আইসিসি-র আমন্ত্রনে বিশ্বকাপ দেখার জন্য সপরিবারে তিনি লন্ডনের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করেন। পরিবারের সদস্যদের মধ্যে সহধর্মিনী শিরিন আক্তার , কন্যা ফাহমিদা তাসনিম নওশীদ ও পুত্র আবু সাদিক মোহাম্মদ তামজিদ রয়েছে।

একনেক সভায় চসিক এলইডি বাতি প্রকল্প অনুমোদিত
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ২৬১ কোটি টাকার চসিক এলইডি বাতি প্রকল্প অনুমোদন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এই সভায় অন্যন্যাদের সাথেও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীকে একটি পরিবেশবান্ধব , বিদ্যুৎসাশ্রয়ী ও টেকসই প্রযুক্তির এলইডি বাতি দিয়ে নগর সড়ক আলোকায়নের উদ্যোগ নেন সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীন। ইতোমধ্যে রাজস্ব তহবিল থেকে ১৬ কিলোমিটার ও প্রকল্পের মাধ্যমে ৫৮ কিলোমিটার সড়ক এলইডির আওতায় আনা হয়েছে। নতুন প্রকল্প অনুমোদিত হওয়ায় নগরীর ৪৬৬ কিলোমিটার সড়ক এলইডি-র আওতায় আসবে। এতে ২০ হাজার ৬শ এলইডি লাইট বসানো যাবে । এই এলইডি বাতির ক্ষেত্রে ৫বছর রক্ষণাবেক্ষণ খাতে কোনো খরচই থাকবে না। নগরীর ৪১ ওয়ার্ডের সড়ক আলোকায়ন ব্যবস্থাপনার আধুনিকায়ন কাজ শীর্যক প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি ৮৯ লক্ষ ৮৭ হাজার টাকা । প্রকল্পের মেয়াদ গেল জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি বৈদেশিক মুদ্রা ্ঋণ সহায়তা ও সরকারের নিজস্ব অর্থ দিয়ে বাস্তবায়িত হবে। যার মধ্যে ভারত সরকার ্্ঋণ দিচ্ছে ২১৪ কোটি ৪৬ লক্ষ ৮২ হাজার টাকা এবং জিওবি থেকে ৪৬ কোটি ৪৩ লক্ষ ৫ হাজার টাকা। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক এবং পথচারীদের জন্য কার্যকর ও টেকসই সড়কবাতির সুবিধা নিশ্চিতকরণে চসিকের এ উদ্যোগ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী গতকাল সোমবার রাতে লালখান বাজারস্থ মতিঝর্না পাহাড়ের পাদদেশে বসবাসরতদের দেখতে যান। এসময় ভারী বর্ষণে পাহাড় ধ্বসের আশংখায় কয়েকটি পরিবারকে লালাখান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সরিয়ে নেয়া হয়। পরিদর্শনকালে কাউন্সিলর এ এফ কবির মানিক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, হিমেল হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।