টপসয়েল বিক্রির দায়ে ২ লাখ টাকা জরিমানা

লোহাগাড়ায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) বিক্রির দায়ে খোরশেদ আলম (৪০) নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটিকাটার কাজে ব্যবহৃত ২টি ডাম্পার ও একটি স্কেভেটর জব্দ করা হয়।

সোমবার (১১ মার্চ) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং এলাকায় অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুুহাম্মদ ইনামুল হাছান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান বলেন, রাতের আঁধারে ওই এলাকায় কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল প্রভাবশালীরা।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১টি ডাম্পার ও স্কেভেটর জব্দ করা হয়। সেইসঙ্গে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে খোরশেদ আলম নামে এক যুবককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।