গোল বন্যার ম্যাচে আর্সেনালের রেকর্ড গড়া জয়

৫, ১৩, ১৫, ২৫, ৩৯, ৫৮ শেফিল্ড ইউনাইটেডের জালে মোট ছয়বার বল পাঠালো আর্সেনাল। সহজ কিছু সুযোগ হাতছাড়া না হলে আরও কয়েকবার বল জালে যেতে পারত। তবে এতেই প্রিমিয়ার লীগের রেকর্ড বইয়ে নাম লিখিয়েছে আর্সেনাল।

গতকাল প্রিমিয়ার লীগে শেফিল্ড ইউনাইটেডকে ৬-০ গোলে হারায় আর্সেনাল। এই ম্যাচে ইংল্যান্ডের প্রথম ক্লাব হিসেবে প্রতিপক্ষের মাঠে টানা ৩ ম্যাচে ৫ বা এর বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে আর্সেনাল।

এদিন ম্যাচের পঞ্চম মিনিটেই আর্সেনালকে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। ১৩ মিনিটে স্কোরলাইন ২-০ হয় বোগলের আত্মঘাতী গোলে। ২ মিনিট পর স্কোরশিটে নাম লেখান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এরপর কাই হাভার্টজের ২৫ ও ডেকলান রাইসের ৩৯ মিনিটের গোলে প্রথমার্ধেই ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে আর্সেনাল। ৫৮তম মিনিটে বেন হোয়াইট স্কোরলাইন ৬-০ করেন।
আর্সেনাল তৃতীয় স্থানে আছে ৬১ পয়েন্ট নিয়ে। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর দ্বিতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ৬২।