জুড বেলিংহ্যাম না থাকায় শুরুর একাদশে সুযোগ পান ব্রাহিম দিয়াস। আর সুযোগ পেয়েই সেটা দু’হাতে লুফে নেন তিনি। তার গোলেই লাইপজিগকে হারায় রিয়াল মাদ্রিদ।
গতকাল রাতে লাইপজিগের রেড বুল অ্যারেনায় চলতি চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে রেকর্ড ১৪ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি আসে দিয়াসের পা থেকে।
তবে একই রাতে কার্লো আনচেলত্তির দলের জন্য অস্বস্তির কাঁটা হতে পারে দিয়াসের চোট। ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়েন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার।