থ্যালাসেমিয়া চিকিৎসা সহায়তায়, কাপ্তাইয়ে শিশু নুসাইবাকে লাখ টাকা প্রদান করল বিএসপিআই’র শিক্ষার্থীরা

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই:
কাপ্তাইয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশু নুসাইবাকে চিকিৎসার জন্য ১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্টিটিউটের (বিএসপিআই) ৫৪ তম ব্যাচের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে বিএসপিআই’র ৫৪ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা শিশু নুসাইবার চিকিৎসার জন্য ওই পরিমাণ নগদ অর্থ অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদারের মাধ্যমে প্রদান করা হয়। এসময় বিএসপিআই’র বিভাগীয় প্রধান ও নুসাইবার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নুসাইবার বাবা জুনায়েদ আহমেদ ও মা নীগার সুলতানা তমা অত্র ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী। শিশু নুসাইবার মা জানান, আমার একমাত্র মেয়ের বয়স ৪ বছর ৭ মাস। তার এই রোগের চিকিৎসা ভারতে করতে খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। আমার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব নয়। তাই মেয়ের চিকিৎসার জন্য হৃদয়বানদের নিকট সাহায্যের আবেদন করছি। তাকে সাহায্য পাঠাতে যোগাযোগ- বিকাশ, নগদ ০১৮৮১-২১৭১৬৭, ০১৭৭৯-৮৬৯৪৮০ এবং সোনালী ব্যাংক হিসাব নং- ৫৪১০৬০১০০৩৬৫২।