গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন বিএসপিআই’র অধ্যক্ষ মতিন

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই:
শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড-২০২৩ পেলেন কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনষ্টিটিউটের (বিএসপিআই) অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকা ধানমন্ডি ক্লাব মেট্রো শপিং মলে গ্লোবাল স্টার কমিউনিকেশন এক অনুষ্ঠানের আয়োজন করে। “স্টার বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র ও পর্যটন শিল্পের ভুমিকা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদারকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড” প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম। এসময় আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (আঃ) এম এ হারুন, মোঃ সোলায়মান শাওন, আর কে রিমনসহ গ্লোবাল স্টার কমিউনিকেশন নেতৃবৃন্দ। অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার জানান, এ অ্যাওয়ার্ড প্রাপ্য আমার একার নয়। সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এবং কাপ্তাই বাসীর সকলের বলে তিনি জানান।