কাপ্তাই সুইডেন পলিটেকনিকে নবীন-বরণ ও বিদায় সংবর্ধনা

মোঃ নজরুল ইসলাম লাভলু ,কাপ্তাই।
কাপ্তাইয়ের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে (বিএসপিআই) নবীন-বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ৯টায় ইনস্টিটিউট চত্তরে নবীন-বরণ ও বিদায়ী শিক্ষার্থীদে অংশ গ্রহণে অনুষ্ঠিত র‍্যালীর উদ্বোধন করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার। এসময় শিক্ষার্থীদের নিয়ে কাপ্তাই নতুনবাজার, ইউপি কার্যালয় ঘুরে র‍্যালীটি পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বেলা ১১টায় নবীন-বরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। ইনস্ট্রাক্টর মোঃ ইকবাল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, মেকানিক্যাল বিভাগের চীফ ইনস্ট্রাক্টর মোঃ ওমর ফারুক, আনুষঙ্গিক বিভাগের চীফ ইনস্ট্রাক্টর সৈয়দ মোহাম্মদ নোমান, সাইন্স এন্ড টেকনোলোজি বিভাগের চীফ ইনস্টাট্রক্টর প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম, চীফ ইনস্টাট্রক্টর টেকনোলোজির প্রকৌশলী মোহাম্মদ মোশাররফ হোসেন, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগীয় প্রধান মানস বড়ুয়া, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান সিভিল উড-টেকনোলজির মোহাম্মদ ইকবাল হোসেন। ইনস্টিটিউটের অধ্যক্ষ জানান, ২০২৩-২৪শেষনের শিক্ষার্থীদের নবীন-বরণ ও ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়। ২য় অধীবেশন বিকাল ৩ টায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুঃ সাইফুল ইসলাম। এসময় ইনস্টিটিউটের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্যান্ড শো অনুষ্ঠিত হয়। ব্যান্ড শো’টি সন্ধ্যার পর থেকে শুরু হবে।