ইয়ামালের জোড়া রেকর্ডে ফাইনালে বার্সেলোনা

ছুটে চলেছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগা টেবিলের তিনে থাকা ব্লাউগ্রানারা পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয়। কোপা দেল রে’র লড়াইয়েও রয়েছে কিউলরা। শুক্রবার রাতে নিশ্চিত করে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। রিয়াদের আল আউয়াল স্টেডিয়ামে সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে সিএ ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে ব্লাউগ্রানারা। দলের জয়ে অবদান রেখে রেকর্ড গড়েন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল।

ম্যাচের ৫৯তম মিনিটে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৯০+৩তম মিনিটে স্প্যানিশ ওয়ান্ডার বয় লামিনে ইয়ামালের লক্ষ্যভেদে ২-০ গোলের জয় পায় কিউলরা। এই গোল এবং ম্যাচে অংশ নিয়ে দুটি রেকর্ড গড়েন ১৬ বছর ১৮২ দিন বয়সী এই উইঙ্গার। বার্সেলোনার এই তরুণই এখন স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় এবং গোলদাতা।

ভেঙেছেন আনসু ফাতির ১৭ বছর ৭০ দিনের রেকর্ড।
স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ওসাসুনার বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখায় বার্সেলোনা। ৬৮ শতাংশ বল দখলে রেখে ২০টি শটের ৭টি লক্ষ্যে রাখে ব্লাউগ্রানারা। বিপরীতে ৩২ শতাংশ বল দখলে রাখা ওসাসুনা ১১টি শটের ৩টি লক্ষ্যে রাখতে সমর্থ্য হয়।

আগামী ১৪ই জানুয়ারি সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। অর্থাৎ, একদিন বাদেই মঞ্চস্থ হবে বছরের প্রথম এল ক্লাসিকো।