কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

 কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজার সদরের খরুলিয়ায় ইয়াবা ব্যবসায়ী কাজল (২৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনপ্রতিনিধিরা। দিন-দুপুরে প্রকশ্যে ইয়াবা বিক্রিকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩শ পিস ইয়াবা, ১২ হাজার ৭ শত নগদ টাকা ও একটি ছুরি পাওয়া গেছে। শনিবার(৬ জুলাই) দুপুরে খরুলিয়ার হিন্দুপাড়া এলাকা থেকে ইয়াবা বিক্রি কালে তাকে আটক করে। কাজল ঝিলংজা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের মৃত ছালেহ আহম্মদের ছেলে। এলাকাবাসী জানায়, কাজল দীর্ঘদিন যাবৎ খরুলিয়া এলাকায় মাদক কেনাবেচা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে আসছিলো। শনিবার দুপুরে হিন্দুপাড়া এলাকায় ইউপি চেয়ারম্যান টিপু সুলতান এবং সদস্য শরীফ উদ্দিন ও আব্দুর রশিদ এই মাদক ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার সদর থানার ওসি ( তদন্ত) খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে পূর্বেও থানায় মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।