বাংলাদেশ ট্রাভেলস্ এন্ড হজ্ব কাফেলার হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ¦ী সমাবেশ ৫ জুলাই সকালে নগরীর একটি অভিজাত কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্রাভেলস এন্ড হজ্ব কাফেলার চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুরশেদুল হক এতে সভাপতিত্ব করেন। হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজ¦ী সমাবেশে বক্তারা বলেন, আর্থিক ব্যয়সাপেক্ষ ও শারীরিক কষ্টসাধ্য ইসলামের ফরজ বিধান হলো পবিত্র হজ্ব। আল্লাহর মেহমান এই হাজীদের জন্য উপমহাদেশসহ বিভিন্ন দেশ বিশেষ ব্যবস্থা নিয়ে থাকে। হজ্বযাত্রীদের জন্য বহু দেশ ভর্তুকি দেয় ও বিমান ভাড়ায় ছাড় দেয়। অথচ ব্যতিক্রম শুধু বাংলাদেশ। কাফেলার এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সুগন্ধা শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ মহিউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা সোলাইমান আনছারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী ও থ্রি স্টার হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালেক। সভাপতির বক্তব্যে কাফেলার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মুরশেদুল হক বলেন, হাজীরা আল্লাহ পাকের মেহমান। তাই তাদেরকে বিশেষ সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে। নিছক ব্যবসা নয়, হাজীরা কতটুকু সেবা পাচ্ছেন সেদিকেও বিশেষ নজর রাখা চাই। অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক প্রশিক্ষণ প্রদান করেন কাফেলার পরিচালক আলহাজ্ব মাওলানা মাহমুদুল্লাহ ফারুকী, আলহাজ্ব মাওলানা মুহিব্বুর রহমান ও মুয়াল্লিম মাওলানা গিয়াস উদ্দীন। অতিথি ছিলেন মাওলানা সৈয়্যদ হোসাইন, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ আব্দুল আজিম, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা মুহাম্মদ ইদ্রিস ও আব্দুল খালেক মুরাদ প্রমুখ।