রাউজানে অবৈধ ইট ভাটা, ধ্বংস হচ্ছে পরিবেশ-পাহাড়-টিলা, কৃষি জমি, ৪টি ইট ভাটা ধ্বংস ও জরিমানা

শফিউল আলম, রাউজানঃ রাউজানে অবৈধভাবে গড়ে উঠেছে ইট ভাটা পাহাড় টিলা কৃষি জমি থেকে মাটি কেটে তৈয়ারী করছে ইট কয়লার পরিবর্তে ইট ভাটায় ইট পুড়ছে কাঠ দিয়ে। রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রশিদরপাড়া, পূর্ব রাউজান, রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালারমুখ, আইলী খীল, ওয়াহেদের খীল, ডাবুয়া ইউনিয়নের কলমপতি, মেলুয়া, হলদিয়া ইউনিয়নের বৃন্দাবনপুর, বৃকবানপুর, সিংহরিয়া, বানারস, দলই বাড়ী পাহাড়ী এলাকায় গড়ে উঠেছে ইট ভাটা। এসব ইটের ভাটায় ইট তৈয়ারীর কাজে ব্যবহৃত হচ্ছে পাহাড় টিলা ও কৃষি জমি থেকে খনন করা মাটি। ইট পোড়ানোর কাজে কয়লার পরির্বর্তে জালানো হচ্ছে কাঠ। ইটের ভাটায় ইট তৈয়ারীর কাজে পাহাড় টিলা কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি খনন করায় এলাকার বিপুল পরিমান কৃষি জমি জলাশয়ে পরিণত হয়েছে। পাহাড় টিলা হচ্ছে সাবার। পাহাড়ী এলাকার পাহাড় টিলা ও পার্বত্য এলাকার সংরক্ষিত বন এলাকা থেকে ব্যাপক হারে বৃক্ষ নিধন করে ইট ভাটায় ইট পোড়ানোর ফলে পাহাড় টিলা, সংরক্ষিত বন এলাকা বৃক্ষ শূন্য হয়ে পড়েছে ।

(৪ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে রাউজানে চারটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেয় পরিবেশ অধিদপ্তর, জরিমানা অদায় করেন ১২ লাখ টাকা। সকাল ১০টা থেকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ অভিযান শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে।অভিযান চলাকালে কাজীপাড়ার সি.বি এম ব্রিকসকে ৩ লাখ টাকা, রশিদর পাড়ার এসএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা, পূর্ব রাউজানের কেবিআই ব্রিকসকে ৪ লাখ টাকা এবং ডাবুয়া কলমপতির কেবি এম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে চারটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। অভিযান চলাকালে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোজাহিদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা।পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, “রাউজানে মোট ৩২টি অবৈধ ইটভাটা রয়েছে, এর মধ্যে ২৬টি বর্তমানে চালু। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “কৃষি জমি ও পাহাড় টিলা কেটে মাটি সংগ্রহ এবং জ্বালানির জন্য কাঠ ব্যবহারের অভিযোগ থাকায় এসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে।