আমাদের সংলাপে আমাদের অরূপে-মনির ইউসুফ

আমাদের সংলাপে আমাদের অরূপে 
//মনির ইউসুফ//
চট্টগ্রাম বা কক্সবাজারের ভাষা সংলাপের ভাষা, চাটি বা রোয়াই ডায়লেক্টিক ভাষা। রূপ অরূপে মিশেছে, রূপান্তরের সঙ্গে প্রতীকায়িত হয়নি, অক্ষর নেই। চৈতন্যের সংলাপ দিয়ে চলে। ইউটিউব, অনলাইন, অডিও, ভিডিওতে ভাষার সংলাপই সংরক্ষণ হচ্ছে। অক্ষর না থাকায় তার রূপ আমরা দেখছি না। তাকিয়ে তাকার আনন্দ এক রকম, ছুঁয়ে দেখার আনন্দ অন্য মাধুর্যে বঙ্কিম। তাই আমরা ছুঁতে চাই ভাষার বর্ণমালা। তার প্রক্রিয়া শুরু করেছে এডুসেন্ট্রিক প্রকাশন। চট্টগ্রামের ভাষার বর্ণমালা তৈরি, তার ব্যবহার, বিধি সংরক্ষণের কাজ শুরু করেছে। মুহম্মদ নূরুল ইসলামের ভোকাবোলারি বা শব্দসংগ্রহ সেই প্রক্রিয়ার একটি অংশ।
তাই এডুসেন্ট্রিক লিমিটেড অনর তোয়ার তর ডইল এই বেদনা বহন করছে। মাতৃভাষার বর্ণমালা, লিপিচিত্রও নেই। আমরা আশা করি চাটি ও রোয়াই ভাষার বর্ণ রঙ আমরা উদ্ভাবন করবো। ভাষা চিরকালের জন্য সংরক্ষিত হবে। আমাদের সংলাপে আমাদের অরূপের রূপ ছড়িয়ে পড়বে। আমরা জড়িয়ে ধরবো অক্ষর তোমাকে। স্পর্শের অবগাহনে ভাষা মূর্ত হবে। মুহম্মদ নূরুল ইসলাম একাই এই কাজ করে যাচ্ছেন। মাতৃভাষাকে ভালোবাসলে এই বই সংগ্রহ করুন, সংরক্ষণ করুন। অন্য অঞ্চলের মানুষকেও উপহার দিতে পারেন। মাতৃভাষার জন্য এক হাজার টাকা ব্যয় করুন। বঙ্গোপসাগরীয় যে সন্তান, কক্সবাজারের যে সন্তান তা করবে না, তার সাথে আমাদের কথা নেই; আড়ি।
কক্সবাজারের আঞ্চলিক শব্দকোষ
হাদিয়া ১০০০ হাজার টাকা।
বইয়ের নাম : কক্সবাজরের আঞ্চলিক শব্দকোষ
লেখক : মুহম্মদ নুরুল ইসলাম
প্রথম প্রকাশ : একুশে গ্রন্থমেলা ২০২৪
প্রকাশক : এডুসেন্ট্রিক Educentric
২৫১ নিউ এলিফ্যান্ট রোড, কাঁটাবন মোড় (৫ম তলা) ঢাকা-১২০৫
টেলিফোন : ০২-৪৪৬১০০২৬, ইমেইল : info@educentric.com.bd, www.educentric.com.bd
প্রচ্ছদ, পৃষ্ঠাসজ্জা ও শব্দ বিন্যাস : অরণ্য মমাই
মুদ্রণ : অগ্রদূত প্রিন্টার্স
কাঁটাবন, নিউমার্কেট, ঢাকা-১২০৫। মোবাইল : ০১৭১৫৫৯৫৮২৩
মূল্য : 990 টাকা $ 25.00
বইটির হার্ড কপি অনলাইনে কিনতে ভিজিট করুন www.lillahmart.com
ই-বুক ও অডিও বুক পেতে ভিজিট করুন www.readersfm.com