টেকনাফে রোহিঙ্গার ছুরিকাঘাতে যুবক খুন

কক্সবাজারের টেকনাফে নাজিবুল্লাহ নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে সাদেক নামের এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে।

রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ড কে, কে পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নাজিবুল্লাহ মা এলমা খাতুন জানান- আমার ছেলে ফজরের নামাজ পড়তে গিয়েছিল মসজিদ। পরে ৮ টার দিকে দোকানে নাস্তা করতে যাওয়ার পথে আমার ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে রোহিঙ্গা সাদেক ছুরিকাঘাত করে হত্যা করে। আমি আমার ছেলে হত্যাকারী রোহিঙ্গা যুবক সাদেকের সুস্থ বিচার চাই।

স্থানীয় যুবক মোবারক হোসেন জানান- মিথ্যা অপবাদ দিয়ে রোহিঙ্গা যুবক সাদেকের ছুরিকাঘাতে নির্মম হত্যার শিকার হয়েছেন স্থানীয় যুবক নাজিবুল্লাহ। আমরা রোহিঙ্গাদের আশ্রয়দাতা সহ সেই রোহিঙ্গা ঘাতক সাদেকে গ্রেফতারের দাবি জানাচ্ছি। পাশাপাশি রোহিঙ্গাদের বাসাভাড়া দেওয়া মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান – খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ বা মামলা দায়ের করা হয় নি। অভিযোগ হাতে পেলে আসামিদের গ্রেপ্তার করা হবে।