দিনব্যাপী মানবাধিকার সাংবাদিক ফোরামের কর্মশালা অনুষ্ঠিত

সেলিম উদ্দীন,কক্সবাজার। কক্সবাজারে দিনব্যাপী হিউম্যান রাইটস জার্নালিজম শীর্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজারের স্থানীয় ও জাতীয় পত্রিকার বিভিন্ন সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

৪ জুলাই (বৃহস্পতিবার) কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে উক্ত বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিভিল সোসাইটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি ফজলুল কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিচালক খায়রুজ্জামান কামাল, সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের কক্সবাজার সমন্বয়ক সাংবাদিক মোর্শেদুর রহমান খোকন। প্রধান অতিথি বলেন, সাংবাদিকতায় শিক্ষার কোন বিকল্প নেই, প্রতিনিয়ত শিখছি আমাদের শিক্ষার কোন শেষ নেই। যে সংবাদ পরিবেশন করি না কেন তাতেই আমরা শেখার সুযোগ পায়, আমাদের এগিয়ে যেতে হবে সঠিক সাংবাদিকতার মাধ্যমে, সঠিক লেখনীর মাধ্যমে। অপসাংবাদিকতা রুখতে আমাদের এগিয়ে আসতে হবে। সরকার উন্নয়ন করছে এদিকে পরিবেশ বিপর্যয় হচ্ছে তাও খেয়াল রাখতে হবে সরকারের, যদি এমন চলতে থাকে তাহলে আমাদের কক্সবাজার অচিরেই ধ্বংস হয়ে যাবে। তার জন্য আমাদের লেখনি অতি গুরুত্ব। আমাদের লেখনীর মাধ্যমে সব সমস্যার সমাধান মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তুলে ধরতে হবে, তাহলেই আমরা আমাদের সাংবাদিকতা সফল। পর্যটন নগরী কক্সবাজারকে বাঁচাতে সাংবাদিকদের এগিয়ে আসতে আমি সকলকে আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়।