ভারত যখন ব্যাটিংয়ে ধুঁকছিল তখনই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের কান্নাভেজা চোখ ক্যামেরাবন্দি হয়। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভেজা চোখ ক্যাপ দিয়ে লুকানোর চেষ্টায় ছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা, মোহাম্মদ সিরাজ, শামিদের সবাই-ই কেঁদেছেন বিশ্বকাপ ছুঁতে না পারার কষ্টে। শুধু মাঠ নয়, ভারতীয় ক্রিকেটারদের কান্নায় ভারী হয়েছিল ড্রেসিংরুমও। বিশ্বকাপ শেষ হওয়ার অর্ধ-সপ্তাহ পেরোলেও শিরোপাবঞ্চিত হওয়ার ক্ষত শুকায়নি স্কাই ব্লুদের। ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদবের ভাষ্য, দুঃখ ভুলতে সময় লাগবে।
রাউন্ড রবিন লীগ এবং সেমিফাইনাল- টানা ১০ জয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় ভারত। তবে শেষটা রাঙাতে পারেনি রোহিত শর্মারা। গত ১৯শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় স্বাগতিক ভারতের। সেদিন ম্যাচ শেষে শোকবিহ্বল রোহিত-বিরাটদের সান্ত্বনা দিতে ভারতের ড্রেসিংরুমে গিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশ নায়কের সান্ত্বনা এবং অনুপ্রেরণা পেয়েও অবশ্য বিশ্বকাপ জিততে না পারার ক্ষত শুকাচ্ছে না ভারতীয়দের।
বিশ্বকাপ শেষেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজটিতে ভারতের নেতৃত্বভার পাওয়া সূর্যকুমার যাদব বিশ্বকাপ জিততে না পারার কষ্টের কথা জানিয়ে বলেন, ‘ফাইনাল হারের ক্ষত শুকাতে সময় লাগবে। আমরা পরের দিন সকালে উঠেই সব ভুলে যেতে পারব না। এটা লম্বা একটা টুর্নামেন্ট ছিল। বিশ্বকাপ জিতলে দারুণ হতো, তবে আমাদের সব ভুলে সামনে এগিয়ে যেতে হবে।’
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিশাখাপট্টমে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সূর্যকুমার বলেন, ‘এটা একটা নতুন সিরিজ, নতুন ক্রিকেটাররা আছে, নতুন শক্তি আছে দলে। তারা এই সিরিজ খেলতে মুখিয়ে আছে।’ সিরিজের বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ২৬ ও ২৮শে নভেম্বর এবং ১ ও ৩রা ডিসেম্বর।