রাউজানে নব-নির্মিত ৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শফিউল আলম, রাউজান: রাউজান উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবুল কালাম জানান, গত ১৪ই নভেম্বর সকাল ১০টায় গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপি ২০২৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিভিন্ন সরকারি স্থাপনার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর মধ্যে রাউজান উপজেলায় খলিফার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিনাজুরী সোনাইর মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুর্ব গুজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এ এম এস গনি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবনের নির্মান ব্যয় হয়েছে ৩ কোটি ২৮ লক্ষ ৭৯ হাজার টাকা।প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে উরকিরচর ইউনিয়নে খলিফার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্যে তিনি বলেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির আন্তরিক প্রচেষ্টায় রাউজানের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে তারই ধারাবাহিকতায় রাউজানে নতুন করে ৪ টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন জননেত্রী শেখ হাসিনা। এ সময় এলাকার বাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।