চলতি বিশ্বকাপে অধিকাংশ ম্যাচেই দলকে ঝড়ো শুরু এনে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও বজায় রেখেছেন সেই ধারাবাহিকতা। তার ব্যাটে উড়ন্ত শুরু পায় ভারত। এই ম্যাচেই বিশ্বকাপে ছক্কার জোড়া রেকর্ড ভেঙেছেন রোহিত।
আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২৯ বলে ১৬২.০৭ স্ট্রাইক রেটে ৪৭ রানের বিষ্ফোরক ইনিংস খেলেন রোহিত। যেখানে ছিল সমান ৪টি করে ছক্কা। ভারত অধিনায়কের তান্ডবে লাইন লেন্থ ঠিক করতেই হিমশিম খাচ্ছেন নিউজিল্যান্ডের বোলাররা। তাতে ১২.২ ওভারেই ভারতের দলীয় রান ১০০ পার হয় ভারতের।
এদিন রোহিতের ব্যাট থেকে এসেছে ৪টি ছক্কা। এর মধ্যে ইনিংসের পঞ্চম ওভারে কিউই পেসার টিম সাউদিকে হাঁকানো ছক্কায় একসঙ্গে জোড়া রেকর্ড ভাঙেন রোহিত। চলতি আসরে এটি তার ২৭তম ছক্কা। বিশ্বকাপের নির্দিষ্ট আসরে এটি এখন সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
গতকাল অবশ্য পরে আরও একটি ছক্কা হাকান রোহিত, ফলে ২৮ ছক্কা হয়েছে তার।
একই সঙ্গে গতকাল তৃতীয় ছক্কাটি বিশ্বকাপ ক্যারিয়ারে তার ৫০তম ছক্কা। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে তিনিই এখন সর্বোচ্চ ছক্কার মালিক। পরে আরও একটি হাঁকানোয় বিশ্বকাপ ক্যারিয়ারে রোহিতের ছক্কা এখন ৫১টি।
এক্ষেত্রে রোহিত উভয়ক্ষেত্রে ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ক্রিস গেইলে রেকর্ড। নির্দিষ্ট আসরে ২৬ ও সবমিলিয়ে ৪৯ ছক্কা নিয়ে এতদিন এই রেকর্ড তারই দখলে ছিল।