সিরিয়ায় সামরিক একাডেমিতে ড্রোন হামলা, নিহত শতাধিক

সিরিয়ার হোমস শহরে সামরিক একটি একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই সামরিক একাডেমির স্নাতক ডিগ্রিধারী। এছাড়া ১৪ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৪০ জন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

সিরিয়া যুদ্ধের পর্যবেক্ষক সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। হামলাস্থল ওই সামরিক একাডেমিতে বৃহস্পতিবার ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান চলছিল।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি সেখান থেকে চলে যান। সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠানের শেষ দিকে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন হামলা চালায়। একটি বিদেশি রাষ্ট্রের মদতে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে।

তবে এতে দেশটির নাম উল্লেখ করা হয় নি।

সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ডের তরফে বিবৃতিতে বলা হয়েছে, এই হামলার কড়া জবাব দেয়া হবে।

এদিকে এই ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছে সরকার। শুক্রবার থেকে এই শোক শুরু হয়েছে। এদিকে সিরিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ নিহতের সংখ্যা ৮০ জন বলে জানিয়েছেন।