জোড়া জয়ের এবার হ্যাটট্রিক হারের স্বাদ পেলো সাকিব আল হাসানের দল গল টাইটান্স। চলতি লঙ্কান প্রিমিয়ার লীগে (এলপিএল) নিজেদের পঞ্চম ম্যাচে আজ বি- লাভ ক্যান্ডির বিপক্ষে বিপক্ষে ৮৯ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। ব্যাটে-বলে সাকিবের পারফর্মেন্সও আজ ছিল বেশ সাদামাটা। বল হাতে উইকেট শূন্য থাকার পর ব্যাট করেন ১২ বলে ১১ রান।
এদিন আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২০৩ রানের সংগ্রহ পায় ক্যান্ডি। লক্ষ্য তাড়া করতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় গল। ৫ ম্যাচে তৃতীয় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ক্যান্ডি। অন্যদিকে সাকিবের গল সমান ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে।
ক্যান্ডির ২০৪ রান তাড়া করতে নেমে ক্যান্ডির স্পিনার মুজিব উর রহমান ও হাসারাঙ্গার স্পিন তোপে লড়াইও করতে পারেনি গল। ২৭ রানে ৩ উইকেট পড়লে পঞ্চম ব্যাটার হিসেবে উইকেটে আসেন সাকিব। দলের বিপদে হাল ধরা তো দূরের কথা উল্টো দলকে আরও বিপদে ফেলে দলীয় ৪৭ রানে ফিরে যান তিনি। ফেরার আগে ১ চারে ১২ বলে মাত্র ১১ করেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর আশান প্রিয়াঞ্জন ও লাহিরু সামারাকুন মিলে চেষ্টা ৬২ রানের জুটি গড়ে করেছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত সেটা শুধুমাত্র হারের ব্যবধান কমিয়েছে। সামারাকুন করেন ২৫ বলে ৩৬ রান আর ২৩ বলে ২৫ করেন আশান। শেষ পর্যন্ত ১১৪ রানে অলআউট হয় গল। ৩.৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নেন হাসারাঙ্গা। এছাড়া নুয়ান প্রদীপ ৩ আর মুজিবের শিকার শিকার ২ উইকেট।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার মোহাম্মদ হারিসকে হারায় ক্যান্ডি। তিনি করেন ১৭ রান। আরেক ওপেনার ফখর ৩ চার ২ ছক্কায় করন ৪৫ রান। তিন নম্বরে নামা দীনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৫ রান। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হাসারাঙ্গা। ৭ চার ২ ছক্কায় ১৮ বলে ফিফটি করে ২৭ বলে ৬৪ রানে আউট হন এই ডানহাতি ব্যাটার। সবমিলিয়ে হাঁকান ৯ চার ও ২ ছক্কা।