চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (২ আগস্ট) চসিকের সচিব পদে যোগ দিয়েছেন কাজী শহিদুল ইসলাম। এর আগে তিনি সরকারি আবাসন পরিদপ্তরের (গণপূর্ত) উপপরিচালকের দায়িত্বে ছিলেন।
গত ১৭ জুলাই চসিকের সচিব পদে তাকে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয়। কিন্তু চসিকের সদ্য সাবেক সচিব খালেদ মাহমুদ এ আদেশ ঠেকাতে চেষ্টা করেছিলেন। পরে ‘গত ২৫ জুলাই চেয়ার ধরে রাখতে তৎপর চসিকের বদলি সচিব’ নামে কালবেলায় সংবাদ প্রকাশিত হয়।
কাজী শহীদুল ইসলাম বলেন, ‘আমি আজ মন্ত্রণালয়ে যোগদান করেছি। সব প্রক্রিয়া শেষে আগামী রোববার চসিক কার্যালয়ে যোগদান করব।’