বায়তুশ শরফের ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও: আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি ২০২৬ লোহাগাড়া উপজেলার কুমিরাঘোনা আখতরাবাদে অনুষ্ঠিতব্য বার্ষিক ইছালে সওয়াব মাহফিলকে সফল ও স্বার্থক করে তোলার লক্ষ্যে বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ, মজলিসুল ওলামা বাংলাদেশ, আনজুমনে নওজোয়ানের যৌথ উদ্যোগে এক পরামর্শ সভা ১২ ডিসেম্বর জুমাবার বাদ মাগরিব চট্টগ্রাম মহানগরীর ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান মিলনায়তনে বায়তুশ শরফের রাহবার আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ ও হাফেজ মোহাম্মদ মুফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ-এর সহ-সভাপতি, বাশার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হারুন শেঠ, তরিকত বিষয়ক সম্পাদক ও মজলিসুল ওলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নুরী, অর্থ সম্পাদক আলহাজ্ব নুরুল কবির, সমাজকল্যাণ সম্পাদক মোরশেদ হোসাইন আজাদ, সহ-দপ্তর সম্পাদক অধ্যাপক জামাল উদ্দীন, কাট্টলি জাকেরুল উলুম ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা ছালাহ উদ্দিন মুহাম্মদ বেলাল, অধ্যাপক ড. মুহাম্মদ ওয়ালি উল্লাহ মুঈন, খাগড়াছড়ি বায়তুশ শরফের পরিচালক মাওলানা আবু ওসমান, গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা এস.এম ফোরকান আহমদ, আনজুমনে নওজোয়ানের সাবেক সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম, হাফেজ মাওলানা মুহিব্বুর রহমান, বর্তমান সভাপতি হাফেজ মাওলানা শাহ আলম, আখতরাবাদ বায়তুশ শরফের সম্পাদক ছৈয়দ মোহাম্মদ মুছা প্রমুখ।

সভাপতির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, কুমিরাঘোনা আখতরাবাদের ইছালে সওয়াব মাহফিল দেশের অন্যতম বিশাল মাহফিল। এই মাহফিল লাখো লাখো মু’মিন মুসলমানের রূহানী খোরাকে পরিণত হয়েছে। আদব, পিনপতন নীরবতা ও সুশৃঙ্খলপূর্ণ মাহফিল হিসেবে এই ইছালে সাওয়াব মাহফিলের সুনাম-খ্যাতি বিশ্বজুড়ে। বায়তুশ শরফের প্রধান আকর্ষণ এই মাহফিলকে সুচারুরূপে সুসম্পন্ন করতে অতীতের মতো বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলেদেশ, মজলিস উলামা বাংলাদেশ, আনজুমনে নওজোয়ান ও এলাকাবাসীর প্রতি আহ্বান জনান।